নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো পৌরসভার খাসনগর দিঘিরপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রিফাত ও পিরোজপুর ইউপির মৃত সালামত উল্লাহর ছেলে আব্দুল রউফ।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ রিফাতকে ৫৫ পিছ ইয়াবা ও উপজেলা পিরোজপুর গ্রামের সালামত উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আব্দুর রউফকে ইয়াবাসহ আটক করা হয়েছে।