নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক মামলায় গ্রেফতার রকি নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, দুই হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত।
সোমবার (১৮ অক্টোবর) নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এ আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামী রকি (২৩) সোনারগাঁও পৌরসভার দুলালপুর এলাকার শাহ আলমের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছের ওই কোর্টের বেঞ্চ সহকারী জাকির হোসাইন।
মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১৩ সালের ১৭ জানুয়ারি সোনারগাঁও পৌরসভার সাবেক পৌর মেয়র সাদেকুর রহমানের লিচু বাগান থেকে রকিকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।