নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁ উপজেলায় মাদক সেবনের অপরাধে মোঃ ইউসুফ (৩০) নামেন এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার বিএম রুহুল আমিন রিমন এ কারাদন্ড প্রদান করেন।
সোনারগাঁ থানার এএসআই মোঃ ছামান মিয়া জানান, উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর গ্রামের আঃ সামাদ মিয়ার ছেলে ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকের টাকা না পেলে সে তার স্ত্রী ও পরিবারেে লোকজনকে মারধর করতো। এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ইউসুফকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার বিএম রুহুল আমিন রিমন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।