নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আলিনুর (৫০) বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। আজ (রোববার) ভোররাতে পৌরসভার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ ঘটনা ঘটেছে।
নিহত আলিনুর উপজেলার মোগরাপাড়া ইউপির বাড়ী মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, উপজেলার বাড়ী মজলিশ গ্রামের আক্কাছ আলীর ছেলে ও জেলা পুলিশের ১০ হাজার টাকা পুরস্কার ঘোষিত তালিকার অন্যতম মাদক ব্যবসায়ী আলিনুর আজ ভোররাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৩শত পিছ ইয়াবা একটি ওয়ান সুটারগান, ১ রাউন্ডগুলি ও দেড় কেজি গাজা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী আলিনুরের বিরুদ্ধে থানায় ১৬টি মাদক ও ৪টি অন্যান্য মামলা রয়েছে।