নিউজ সোনারগাঁ২৪ডটকম:
গত শুক্রবার ভোর রাতে শম্ভুপুরা চৌধুরীগাঁও গ্রামে মাছের খামারে ইমদাদুল হক নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ইমদাদুল হকের ভাই সফুর আলী হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, উপজেলার শম্ভুপুরা চৌধুরীগাঁও গ্রামে মাছের খামারে ইমদাদুল হক নামের মাছের খামারের শ্রমিক হত্যার ঘটনায় তার বড় ভাই বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ. গত শুক্রবার ভোররাতে উপজেলা শম্ভুপুরা চৌধুরীগাঁও গ্রামের হাকির আলী মেম্বারের মাছের খামারের শ্রমিক এমদাদুল হককে দুবৃর্ত্তরা লোহার সাবল ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ওকুপিয়ে হত্যা করে একটি পরিত্যক্ত স্থানে লাশ ফেলে রাখে।