নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় বাহাউদ্দিন রুমি (৩৮) নামের সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলেকে ১০পিছ ইয়াবাসহ আটক করছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার বিকালে তাকে নোয়াগাঁও ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে নোয়াগাঁও ইউনিয়নের মন্দিরপাড়া আজিজুলের দোকানের সামনে বাহাউদ্দিন ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বাহাউদ্দিনের শরীর থেকে ১০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘঁটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আগামীকাল বৃহস্পতিবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হবে।
আটককৃত বাহাউদ্দিন নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের ছেলে।