নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ তিন তেল চোরকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে তেল ও তেল চুরির বিভিন্ন জিনিসপত্রসহ একটি প্রিকাপ ভ্যান জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাতে পৌরসভার টিপরদী এলাকার চৈতি গামের্ন্টের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুয়ারাবাড়ীয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো. সুমন (২২), আড়াইহাজার থানার ডেঙ্গুরকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে জয়নাল আবেদীন (২৮) ও ঢাকা ডেমরা এলাকার রাজাখালী জেলার রফিকুল ইসলামের ছেলে আকাশ (১৯)।
সোনারগাঁ থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে পুলিশ ডিউটিরত অবস্থায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাখা সড়ক পৌরসভার টিপরদী এলাকার চৈতি কম্পোজিটের সামনে একটি প্রিকাপভ্যান দেখে সন্দেহ হয়। এসময় প্রিকাপ ভ্যানটি তল্লাসী করে ১ টি টিনের তৈরি ড্রামে ২০০ লিটার ডিজেল যার মুল্য ১০ হাজার, ৩ টি টিনের খালি ড্রাম, ৪ টি প্লাস্টিকের খালি গ্যালন, ১ টি তেল মাপানো মটর উদ্ধার করা হয়। এসময় তাদের মালামাল ও এতো ভোরে কোথায় থেকে এগুলো নিয়ে কোথায় যাবে জিঞ্জেস করলে তারা কোন উত্তর দিতে পারেনি। পরে জিঞ্জেসাবাদে জানা যায় তারা বিভিন্ন জায়গায় থাকা দোকানে চুরি করে সকালে মালামাল নিয়ে চলে যায় যাতে কেউ তাদের সন্দেহ না করে। এঘটনায় মালামাল ও তাদের বহনকারী প্রিকাপভ্যানটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।