নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত রবিবার রাতে তাদের উপজেলার পৃথক স্থান থেকে আটক করা হয়েছে।
আটককৃত রাসেল মোগরাপাড়া কাদিরগঞ্জ গ্রামের জজ মিয়ার ছেলে, আলিনুর বাড়ী চিনিস গ্রামের মৃত আক্কাস ব্যাপারীর ছেলে ও মোঃ এমদাদুল হক গাইবন্ধা জেলার চিনিরপোটল গ্রামের মৃতঃ আঃ জলিল মিয়ার ছেলে।
সোনারগাঁ থানা পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে রাসেলকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আলিনুর ও এমদাদুলকে আটক করা হয়েছে। তাদের আটকের ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।