নিউজসোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলায় ৭০ পিস বিয়ার সহ মো: নাদিম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মৃধাকান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দল হক সিকদার জানান, গ্রেফতারী পরোয়ানা তামিলে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালানোর জন্য মেঘনা টোল প্লাজা এলাকায় অবস্থান করি। গোপন সংবাদে জানতে পারি মৃধাকান্দী এলাকায় মেঘনা নদীর শাখা নদীর পাড়ে ২ জন মাদক ব্যবসায়ী বিয়ার নিয়ে অবস্থান করছে। এসময় ৭০ পিস বিয়ার সহ মো: নাদিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ধৃত মাদক ব্যবসায়ী নাদিম উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।