নিউজ সোনারগাঁ২৪ডটকম: সরকারী আদেশ অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে আটক করছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি। গতকাল রাতে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়েছে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ইলিশ মাছের প্রজজন বাড়াতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর ২৩ দিন সারা দেশের নদী ও সাগরে মা ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নিষেধ অমান্য করে শনিবার ভোরে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার মেঘনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে মিজান হোসেন, মোঃ জুলহাস, গোলাম মোস্তফা, মোঃ কাউছার মোঃ মাসুদ রানা, গাজী সবুজ, নুরুল ইসলাম, মোঃ জুয়েল মিয়া নামের ৮ জেলেকে বৈদ্যেরবাজার নৌপুলিশের একটি দল। এ সময় জেলেদের কাছ থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম বাদি হয়ে জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।জব্দকৃত মাছ গুলোকে স্থাণীয় মাদ্রাসায় দান করা হয়।