নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে তাকে ৩পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার এএসআই কামাল হোসেন জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকার টিটিপাড়া এলাকা থেকে চুন্নু চেয়ারম্যানের ছেলে রনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ খেকে ৩পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটটকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আগামীকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে।