নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দিনে দুপুরে সোনারগাঁ থানার মুুল ফটকের সামনে এক মোবাইলে দোকানে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ ৩ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঅ থানার একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
দোকানের মালিক রাকিব জানান, বুধবার দুপুরে যোহর নামাযের জন্য তিনি তার দোকান বন্ধ করে থানার ভেতর মসজিদে যান। নামায থেকে ফিরে তিনি দেখতে পান তার দোকানের সাটারে লাগানো তালা ভাঙ্গা। দোকানে ভেতর প্রবেশ করে দেখেন তার ক্যাশ ভাঙ্গা এবং কাগজপত্র এলোমেলো এদিক সেদিক পড়ে আছে। পরে তিনি দেখতে পান চোরেরা দোকানের ভেতর প্রবেশ করে তার ক্যাশের তালা ভেঙ্গে নগদ বিকাশের ৪৫ হাজার টাকা তিনটি ২০ হাজার টাকা মুল্যে মোবাইল সেট চুরি করে নিয়ে যান। তার দেয়া তথ্য মতে চোরেরা প্রায় নগদ টাকাসহ দেড়লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। তিনি আরো জানান, চুরির ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।