নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের আহত ছাত্রী সাদিয়া আক্তার (১৫) কে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন সোনারগাঁ থানা পুলিশ। রোববার সন্ধ্যায় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাক আহত ছাত্রীর পিতার হাতে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই মাসুদ মিয়া।
গত বৃহস্পতিবার সকাল ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে রাস্তা পারাপারের সময় লোকাল বাসের নিচে চাপা পড়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আক্তার। আহত সাদিয়া আক্তারকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সাদিয়ার পিতা তার মেয়ের চিকিৎসা করতে হিমসিম খাচ্ছিলেন। এদিকে, ছাত্রীর চিকিৎসার জন্য সোনারগাঁ থানা পুলিশ তাদের বেতনের কিছু অংশ ওই ছাত্রীর চিকিৎসার জন্য প্রদান করেন।