নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁয়ের কাঁচপুরে ২ সন্তানের জননীকে (৩৫) ধর্ষণের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সোমবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাহায্য দেয়ার কথা বলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর ব্যানডিস কারখানা এলাকায় হান্নানুর রহমান রতন (৫৭) নামে এক ব্যক্তি ওই অসহায় নারীকে ধর্ষণ করে।
বেহাকৈর এলাকার দিন মজুরের স্ত্রী ২ সন্তানের জননী ৪/৫ মাস পূর্বে ব্রেন ষ্টোক করে অসুস্থ্য হয়ে পড়ে। তিনি এলাকাবাসীর অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিল। পরে সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ব্যানডিস কারখানার পাশে রতন মিয়ার ব্যাক্তিগত অফিসের ৩য় তলার একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে ওই নারীকে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য হুমকী ধমকী দিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়।
পরে ওই ধর্ষিতা এ ঘটনাটি কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোশারফ ওমরকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধর্ষণের ঘটনাটি প্রমানীত হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক হান্নানুর রহমান রতনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।