সোনারগাঁয়ে বিদেশী বিয়ারসহ আটক-১
- আপডেট টাইম : বৃহস্পতিবার, জুন ৬, ২০১৯
নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কাইকারটেক এলাকা থেকে ১৫ ক্যান বিদেশী বিয়ারসহ আঃ কাদের (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের এএসআই মোঃ মনিরুল ইসলাম জানান, (৬ জুন) বৃস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ কাদেরকে ১৫ ক্যান বিয়ার সহ আটক করি ।
আটককৃত আঃ কাদের উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের জামাল হোসেনের ছেলে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ১৫ ক্যান বিয়ার সহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।