নিউজ সোনারগাঁ২৪ডটকম:
গত ২ মাস আগে টানা বৃষ্টি ও ঝড়ে সোনারগাঁ উপজেলার পৌরসভার আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপর একটি রেন্টি করই গাছ পড়ে যায়। গাছটি পড়ে যাওয়ার বিদ্যালয়ের ভবনটির টিনের চাল অংনেক দেবে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। এতে আতংকিত হয়ে পড়ে শিক্ষক ও কোমল মতি শিশুরা। দীর্ঘ দুটি মাস পেরিয়ে গেলেও সোনারগাঁ উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় বিশাল এ গাছটি যে কোন সময় পরে গিয়ে স্কুল ভবনটির টিনের ছাদ ধসে পরে ঘটতে পারে বড় ধরনের যে কোন দূঘর্টনা।
জানাগেছে, গত দু মাস আগে টানা বৃষ্টি ও ঝড়ে আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনসেট ভবনের উপর একটি বিশাল গাছ হেলে পরে যায়। এতে ভবনটির টিনের চালের অনেকটা ভেঙ্গে যায়। গাছটি পড়ার সময় স্কুলে থাকা কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা আতংকিত হয়ে হয়ে পড়ে। গাছটি স্কুলের পেছনে সরকারী জায়গায় হওয়ায় স্কুল কমিটির লোকজন গাছটি স্কুলের ভবনের উপর থেকে কেটে সরাতে না পেরে উপজেলা প্রশাসনকে গাছটি সরানোর জন্য অনুরোধ জানায়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসনের লোকজন কোন ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীর অভিভাবক ও ম্যানিজিং কমিটির লোকজন।
তারা জানান, দীর্ঘদিন ধরে বিশাল একটি গাছ স্কুল ভবনের উপর পড়ে আছে। এতে করে গাছটি যে কোন পুরো অংশ পরে গিয়ে স্কুলের টিনের চাল ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের যে কোন প্রকার দূর্ঘটনা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গাছটি স্কুল ভবনের উপর হেলে পরে আছে শুনে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সরকারী নিয়ম অনুযায়ী দরপত্র আহবান করা হয়েছে। কিন্তু গাছটির ন্যায্য মুল্য না পাওয়ায় পুনরায় দরপত্র আহবানের প্রক্রিয়া চলছে।