নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকে লীগ।
রোববার দুপুরে উদ্ধবগঞ্জ বাজার এলাকায় স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অংশ গ্রহন করেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, শম্ভুপরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু, সাংগঠনিক সম্পাদক হালিম ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম, বৈদ্যেরবাজার ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, কাঁচপুর ইউনিয়নের সাধারনত সম্পাদক বাবুল হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ ও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এ দেশে জাতির জনকের ভাস্কর্য বাংলাদেশে স্থাপন করা হবে এবং যারা এর বিরোধিতা করবে তাদের কঠোর হস্থে দমন করা হবে।