নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ]
সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার পৌরসভার ভট্রপুর এলাকার মাদরাসাতুস সিরাতিন মুস্তাকিম ও এতিমখানায় এতিমদের নিয়ে ইফতার করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল।
ইফতার মাহফিলে এ এইচ এম মাসুদ দুলাল বলেন, একজন এতিমের মাথায় যে ব্যক্তি হাত রাখে আল্লাহপাক সয়ং ওই ব্যক্তির মাথায় হাত রাখে। তাই আমাদের সমাজে যারা এতিম তাদেরকে আমরা আল্লাহর খাস বান্ধা হিসেবে পাশে থাকার চেষ্টা করবো। আর তারা যেহেতু এতিম তাদের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব বলতে সমাজে আমাদের আপনাদের মতো মানুষরাই। তাদেরকে আমাদের সন্তানদের মতো মনে করে সুখে-দুঃখে তাদের পাশে থাকা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য।
ইফতার শেষে এএইচএম মাসুদ দুলাল এতিমদের সাথে নামায আদায় করে খোশ গল্পে মেতে উঠেন।