নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম জানান, চৈতী কম্পোজিটের বিষাক্ত তরল বর্জ্যে পৌরসভার খাল ও জলাশয়গুলোর ভয়াবহ অবস্থা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে টিপরদী এলাকায় চৈতি কম্পোজিট থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্য পরিদর্শন কালে তিনি নিউজ সোনারগাঁকে এ কথা জানান। তিনি জানান, চৈতী থেকে সুয়ারেজের মাধ্যমে নির্গত বিষাক্ত বর্জ্য উপজেলার কয়েকটি ইউনিয়নের খাল-বিল জলাশয় ও পুকুরগুলো লাল দুর্গন্ধ যুক্ত পানিতে সায়লাব হয়ে গেছে। এ পানি খালের মাধ্যমে প্রবাহিত হয়ে মেরীখালী নদীতে গিয়ে মেঘনা নদী পানিকেও দুষণ করছে। এ নিয়ে এলাকাবাসী লিখিত ও মৌখিক ভাবে আমার কাছে অভিযোগ করেছে সে অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরেজমিনে গিয়ে এ বিষাক্ত বর্জ্যরে প্রমান পেয়েছি। প্রমান পেয়ে তাৎক্ষনিক বিষাক্ত পানির সুয়ারেজ বন্ধ করে দিয়েছি এবং অতিদ্রুত ইটিভি ব্যবহার করে সাদা স্বচ্ছ পানি ফেলার জন্য চেতী কম্পোজিটর কর্তৃপক্ষকে মৌখিক ভাবে নির্দেশ দিয়ে এসেছি। তিনি আরো জানান, আমি তদন্ত করে চৈতী কম্পোজিটের বিরুদ্ধে বিষাক্ত বর্জ্য ফেলার প্রমান পেয়েছি তা লিখিত ভাবে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরে জানানো হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।