নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলার জাতীয়পার্টির পক্ষে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা ও তার নেতাকর্মীরা।পরে তারা চিলারবাগ শহীদ মজনু পার্কে নির্মিত বুদ্ধিজীবিদের বিজয় স্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার সকালে স্বাধীনতার ৪৯তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্কক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ মহিলা সংস্থার সোনারগাঁ শাখার চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন সম্পাদক জাবেদ রায়হান জয়, কাউন্সিলর দুলাল মিয়া, পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি, পৌরসভা জাতীয়পার্টির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক শফিউদ্দিন সফি, মানবাধিকার কর্মী জাহানারা বেগমসহ জাতীয়পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।