নিউজ সোনারগাঁ২৪ডটকম:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলালীগের শিক্ষা সম্পাদক ড. সেলিনা আক্তারের মেজো মামা ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক কেয়ারটেকার বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্লা (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.. রাজিউন। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা সোনারগাঁও পৌর এলাকার অর্জুন্দি গ্রামে মরহুমের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের মৃত্যুতে সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সোনারগাঁও শাখার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।