নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ১০টি গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট সোনারগাঁও। সামাজিক দূরত্ব মেনে ও প্রায় সবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ও শুক্রবার এই কর্মসুচি পালন করা হয়। এর আগেও করোনা পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবীর ভুমিকা পালন করে ব্রাইট সোনারগাঁয়ের সদস্যরা। এব্যাপারে সংগঠনের সভাপতি সাংবাদিক আকতার হাবিব বলেন, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি মানুষের এই সংকটে তাদের পাশে দাঁড়াতে। সবার সমর্থন ও দোয়া থাকলে আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ব্রাইট সোনারগাঁয়ের সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম মঈন, দপ্তর সম্পাদক সুমাইয়া সুমু, অর্থ সম্পাদক রোমানা আক্তার উপস্থিত ছিলেন।