নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। বাসাবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত সর্বত্রই মশার উপদ্রব। আর বর্তমানের ভয়াবহ এ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়রও কোনো খেয়াল নেই। এ কারণে ক্ষুব্ধ পৌরবাসী। যে কোনো সময় তারা মশার উপদ্রব থেকে রেহাই পেতে রাস্তায় নামতে পারে।
জানা গেছে, কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টাঙিয়ে মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন পৌরবাসিা। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। দিনে বাচ্চাদের মশারি টাঙিয়ে ঘুম পাড়াতে হয়।
দিঘিরপাড় গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, ‘কিছুদিন ধরে এ এলাকায় মশার উপদ্রব এত বেড়েছে যে, বাসায় থাকাই দুষ্কর। রুমের ভেতর কয়েল বা স্প্রে ব্যবহার করে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া গেলেও খাওয়া বা গোসলের সময় মশার কামড়ে অতিষ্ঠ হতে হচ্ছে।’ চিলারবাগের বাসিন্দা সাফিয়া আক্তার বলেন, ‘এই এলাকায় পৌরসভা মশার ওষুধ ছিটায় না। স্বাভাবিক সময় মশার কয়েল বা স্প্রে করলে মশা নিয়ন্ত্রণে আসে। কিন্তু মশার প্রজনন মৌসুমে কয়েল জ্বালিয়ে বা স্প্রে করেও মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। প্রায় দু’মাস ধরে আমরা মশার উপদ্রবের মধ্যে আছি। কিন্তু পৌরসভা কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। খাল ও ডোবা-নালাগুলো পরিষ্কার করে দিলে মশার উপদ্রব থেকে কিছুটা হলেও নিস্তার পেতাম।’
এব্যাপারে সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভুইয়া জানান, মশা নিধনের জন্য পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে পৌরসভার সকল এলাকায় এ ঔষধ পৌচ্ছে যাবে।