নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মসলিন খ্যাত ঐতিহ্যবাহী জামদানি শাড়ীর বাজার সম্প্রসারণ ও নতুন প্রজম্মের কাছে দেশীয় জামদানি সম্পর্কে পরিচিতির জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে উদ্যোগে তিন দিনব্যাপী জামদানীর মেলার আয়োজন করা হয়। আজ ছিল মেলার শেষ দিন। ৩দিন ব্যাপী মেলার দর্শণার্থী ও ক্রেতাদের মুখোচারনা মুখর ছিল মেলা প্রাঙ্গন।