দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক আবু বকর সিদ্দিকের পৌরসভার দিঘিরপাড় গ্রামের বাড়িতে হানা দিয়েছে একদল ডাকাত। শুক্রবার ভোর ৪টার দিকে ডাকাতরা হানা দেয়। এসময় বাড়ির সবাই ডাকাতদের উপস্থিতি বুঝতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। সাংবাদিক আবু বকরের শশুর মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার ভোর চার দিকে ৭/৮ জনের একটি ডাকাতদল প্রথমে তার বিডিংয়ের কেচি গেইট ভেঙ্গে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। এসময় আমার পাশে ঘরে থাকা ছোট ভাই ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে কে কে এখানে বলে জিঞ্জেস করে। এসময় ডাকাতরা কোন উত্তর না দিলে তিনি চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশে ভাড়াটিয়ারা ঘুম থেকে সজাগ হয়ে বাহিরে আশার চেষ্টা করে। কিন্তু ডাকাতরা আগে থেকেই ভাড়াটিয়া ও আশপাশের ঘরে ছিটকেরী বাহির থেকে বন্ধ করে দেয়। এতে কেউ বাহিরে আসতে না পারলেও তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।