নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বাংলাদেশ তিতাস ডিস্ট্রিভিউশ কোং তিতাস।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার নোয়াইল, রাইজদিয়াসহ ৫টি গ্রামের প্রায় ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছে। এতে প্রতি বছর সরকারের ৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন।
ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান সহ তিতাস গ্যাসের কর্মকর্তারা।