নিউজ সোনারগাঁ২৪ডটকম:
ড্রেনেজ ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তীতে পড়েছে রাস্তার দিয়ে চলাচলরত যানবাহন ও পথযাত্রীরা। এছাড়া জলাবদ্ধতার কারণে ভারী যানবাহন চলায় সড়কের অনেক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়ে প্রতিদিনই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা।
সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখো গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চিলারবাগ, খাস নগর দিঘিরপাড়ের কয়েকটি জায়গায়, ভবনাথপুর ও টিপরদি সহ কয়েকটি স্থানে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিস্কাসনের কোন ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে হাটু পরিমান পানি জমে যানচলাচল ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এতে ভোগান্তীতে পড়েছে অটোরিক্সা ও সিএনজি চালিত ছোট ছোট যানবাহন ও পথচারীরা। এসব ছোট ছোট যাহবাহনের ইঞ্জিনের ভেতর পানি গিয়ে রাস্তার মধ্যে অকেজো হয়ে যাচ্ছে। এছাড়া পথচারীরা জামাকাপড় ভিজিয়ে চলাফেলা করতে হচ্ছে। চলাচলের সময় গাড়ীর চাকার পানি ছিটকে নষ্ট হচ্ছে পরিহিত জামা কাপড়। আবার পানি দিয়ে চলাচল করার ফলে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। এ সব এলাকায় পানি নিস্কাশন না হওয়ায় ভারী যানবাহনগুলো চলাচলের ফলে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আবার অনেক জায়গায় রাস্তার দেখা দিয়েছে বিশাল ফাটল। এতে রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে রাস্তায় তৈরী হওয়া গর্তে যানবাহন পড়ে প্রায়ই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা।
দিঘিরপাড় এলাকার আলাউদ্দিন জানায়, পৌরসভার পক্ষ থেকে ড্রেজের ব্যবস্থা ও পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় দিনে দিনে এসব রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
এ ব্যাপারে পৌর মেয়র সাদেকুর রহমানে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়ে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
ফরিদ হোসেন