নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
সোনারগাঁও পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ৫৪ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৩ শ ৪৪ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে পৌর কার্যালয়ে বাজেট ঘোষনা করেন পৌরসভার সচিব মো: সামসুল আলম।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৬ হাজার ৩ শ ৪৪ টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত রেখেছে ১ কোটি, ৫ লাখ ৬১ হাজার ৩শ’৪৪ টাকা। এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি
বাজেট ঘোষনা কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর শাহাজালাল মিয়া, নাঈম আহমেদ রিপন, মোতালেব মিয়া, আলী আকবর, রফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ তপন, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা আকতার মনি, নুরুন নাহার রিতা, শহর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।