• সকাল ৬:১৩ মিনিট রবিবার
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া মাহফিল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ শিক্ষককে লাঞ্চিত করে পদত্যাগে বাঁধ্য করায় সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের অধিকাংশ সরঞ্জাম চুরি বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র দোয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ছাত্রদলের শো-ডাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, তীব্র ভোগান্তী সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় দখল করে বিএনপির দলীয় অফিস সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর বহিরাগতদের হামলা সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় জড়ানো না হয়. ড. ইকবাল হোসেন সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ভাংচুর সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সোনারগাঁও পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

সোনারগাঁও পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ সম্পতিতে ঘর নির্মান করার অভিযোগ উঠেছে রিনা আক্তার তার ছেলে সাব্বির আহম্মেদ শাহীন গ্যাং এর বিরুদ্ধে। এ ঘটনায় বাদি হয়ে জাকির হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, সোনারগাঁও পৌরসভার খাগুটিয়া এলাকায় ৬ শতাংশ জমি নিয়ে রিনা আক্তার গ্যাং জাকির মাষ্টার গ্যাং এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ও স্থানীয় লোকজন কয়েকবার বিচার শালিশ করেন। কিন্তু জায়গায় ব্যাপারে কোন মিমাংশা দিতে পারেনি। গত ১১ তারিখে রিনা গ্যাং এর লোকেরা জোড় পূর্বক বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাঁধা দেন জাকির মাষ্টার গ্যাংরা। তারা সেই বাঁধা অমান্য করে তাদের মারধর করে রিনার ছেলে সাব্বির আহম্মেদ শাহীন, সাইজুদ্দিন, আব্দুর আজিজ, রাহিমা বেগম, আব্দুর মজিদরা তাদের ঘর নির্মাণ চালিয়ে যান। এ ঘটনায় জাকির মাষ্টার বাদি হয়ে ওইদিনই সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই ওয়াদুদ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঘর নির্মান বন্ধ করতে বলেন। তখন সাব্বির আহম্মেদ শাহীন তার মোবাইলে ফেইবুক লাইফে এসে উপস্থিত পুলিশকে লাঠিয়ার হিসেবে উল্লেখ করে পুলিশকে বির্তকিত করার চেষ্টা করে এবং জাকির মাষ্টার গ্যাংদের বিরুদ্ধে কুরুর্চিপূণ বক্তব্য দিয়ে তাদের মানহানী করে। এ ঘটনায় আছিয়া বেগম বাদি হয়ে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আইসিটি আইনে একটি মামলা দায়ের করে। এছাড়া বিরোধপূর্ণ সম্পতিতে কোন কার্যক্রম চালাতে না পারে সে জন্য আদালত থেকে একটি নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রিনা তার ছেলে সাব্বির গ্যাং আজ বুধবার সকালে ঘর নির্মান করতে গেলে জাকির হোসেন বাধা দেয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মান করছে এখবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। আদালতের রায় অমান্য করে কেউ যদি কোন কাজ করতে চায় তাহলে নিয়ম মাফিক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Logo