সোনারগাঁও পৌরসভার বানিনাথপুর গ্রামে শনিবার সকালে একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালকার ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে উপজেলার বানিনাথ পুর গ্রামের ব্যবসায়ী আমান উল্লাহ’র বাড়ির একটি টিনের ঘরে সঞ্জয় নামের এক ভাড়াটিয়া ১০ বছর যাবৎ পরিবার-সহ ওই ঘরে বসবাস করে আসছিল।
সকাল ১১ টার দিকে হঠাৎ করে গ্যাসের চুলা থেকে আগুন সুত্রপাত হয়ে মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তার ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।