নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁয়ে যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাত শেষে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানী করছে পৌরবাসী। তবে নিদিষ্ট কোন জায়গা না থাকায় যে যার ইচ্ছে মতো যত্রতত্র পশু কোরবানী করেছে পৌরবাসী। ফলে রক্ত আর বর্জের গন্ধে ভারি হয়েছে পৌরসভার পরিবেশ।
পৌরসভা বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পৌরসভা কর্তৃপক্ষের নিদিষ্ট কোন স্থান নির্বাচন করে না দেওয়ায় যে যার মতো বাড়ি রাস্তার ধারে পশু কোরবানী করেছে। কেই সরকারী রাস্তায় কেউবা আবার বাড়ি ধারেই কোরবানী করে বর্জ্য পরিস্কার না করেই রেখে দিয়েছে। এতে করে পশুর রক্ত ও বর্জ্য জমে দূর্গন্ধ ছড়িয়ে বাতাস ভারি হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে বর্জ্য অপসারনের কোন পদক্ষেপ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কিছু ব্লিসিং পাউডার ছিটিয়ে দিলেও তা ছিল প্রয়োজনের তুলনা কম। এছাড়া যাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে তারাও তা না দিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে।