নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘরে) ঘুরতে এসে ব্লাক মেইলিংয়ের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্টের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে সোনারগাঁও ডিগ্রী কলেজের এক ছাত্রী তার প্রেমিককে নিয়ে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে আসে। ঘুরা শেষে বাড়ি ফেরার পথে সোনারগাঁও রয়েল রিসোর্টের সামনে দিয়ে আসার সময় খাসনগর দিঘীরপাড় গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে সবুজ, অর্জুন্দী গ্রামের শফি মিয়ার ছেলে সবুজ, কাড়ী মজলিশ গ্রামের আঃ রহমানের ছেলে জামাই কবিরসহ আরো কয়েকজন বখাটে তাদের পথরোধ করে কলেজ ছাত্রীকে জোড় পূর্বক জামাই কবিরের শশুর বাড়িতে একটি কক্ষে আটকে রেখে কিছু আপত্তিকর ছবি তুলে ব্লাক মেইলিং করে কলেজ ছাত্রীর নিকট টাকা দাবি করে। ছাত্রীটি টাকা দিতে অপরাগত হওয়ায় ছাত্রীর ব্যাগ থেকে জোড় করে ৬ শত টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে সুযোগ বুঝে মেয়েটি পালিয়ে এসে কলেজে ফিরে শিক্ষকদের সমস্ত ঘটনা খুলে বললে পুলিশ দিঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে জামাই কবির ও মৃত সাসুল হক মেম্বারের ছেলে নাছির ও সবুজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে বিভিন্ন তবদিরে নাছিরকে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ছাত্রী অপহরনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ঘটনার সাথে সম্পৃত না থাকায় নাছির নামের একজনকে ছেড়ে দেয়া হয়েছে।