নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় দুটি দোকানে আগুন লেগে ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে এ আগুনের ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
দোকান মালিক সালাউদ্দিন ও মজিবর জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে একটি ফল ও ষ্টেশনারীর দোকান ও একটি ইলেকট্রিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে গভীর রাতে জানতে পারে তাদের দোকানে আগুন লেগেছে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এদিকে খবর পেয়ে বন্দর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন লাগার দোকান দুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তারা আরো জানায় আগুনে তাদের দুটি দোকানে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে।
ফায়ার সার্ভিসের ধারনা ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।