নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় টিপরদী এলাকায় সড়ক দূঘর্টনায় হাজেরা বেগম (২৫) নামের চৈতী কম্পোজিটের নারী শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) বিকালে কম্পোজিট থেকে রাস্তা পারাপারের সময় এ দূঘর্টনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই মনির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় চৈতী কম্পোজিটের নারী শ্রমিক ছুটি শেষে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মহাসড়ক থেকে সে ছিটকে পড়ে। এসময় আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
নিহত হাজেরা বেগম লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেক নগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। সে কামারগাঁও গ্রামের জয়নাল আবেদীনের বাড়ীর ভাড়াটিয়া। সে চৈতি কম্পোজিটে সুইং সেকসনে কাজ করতো।