নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁও পৌরসভার বাঘমুছা গ্রামে ধুমপান করা সিগারেটের অবশিষ্ট অংশ এক ব্যক্তির শরীরে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কার্তিক নামের এক ব্যক্তি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, সোনারগাঁও পৌরসভার বাঘমুছা ঋষিপাড়া মন্দিরের পাশে অভিনাশ নামের এক ব্যক্তি উপর ধুমপান করা সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে একই এলাকার বিরুর ছেলে মাহাদেব। এনিয়ে মহাদেব ও অভিনাশের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মহাদেব এর নেতৃত্বে মৃত সুলিনের ছেলে অলিন ও বাবুল, অলিনের ছেলে অপু, সজ্জিতের ছেলে আলো, লিটনের ছেলে নয়ন, তরুনীর ছেলে লুক্কুসহ ৪/৫ জনের একটি দল দেশীয় অন্ত্রে সজ্জিত হয়ে অভিনাশকে পিটিয়ে আহত করে। এসময় অভিনাশের চিৎকারে তার স্ত্রী সুচত্রা রানী, তার মেয়ে সবিত্রা রানি, ও ছেলে সজিব এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদের ও পিটিয়ে মারাত্মক আহত করে । আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিনাশের শ্যালক কার্তিক বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।