নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভুঁইয়া ফার্মেসীতে বুধবার রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকাসহ ২লাখ টাকার মালামাল চুরি নিয়ে গেছে। এ ঘটনায় ফার্মেসীর মালিক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফার্মেসীর মালিক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি যাই। বৃহস্পতিবার ভোরে দোকানে এসে দেখি দোকানের তালা কাটা। ভেতরে প্রবেশ করে দেখি আমার দোকানে মালামাল নেই। চোরেরা দোকান থেকে নগদ ও ঔষধসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চোরদের ধরতে অভিযান চলছে।