• সকাল ৬:১৬ মিনিট রবিবার
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া মাহফিল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ শিক্ষককে লাঞ্চিত করে পদত্যাগে বাঁধ্য করায় সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের অধিকাংশ সরঞ্জাম চুরি বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র দোয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ছাত্রদলের শো-ডাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, তীব্র ভোগান্তী সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় দখল করে বিএনপির দলীয় অফিস সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর বহিরাগতদের হামলা সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় জড়ানো না হয়. ড. ইকবাল হোসেন সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ভাংচুর সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সোনারগাঁয়ে বিশুদ্ধ পানির সংকট

সোনারগাঁয়ে বিশুদ্ধ পানির সংকট

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশপাশের কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এলাকার একমাত্র বিশুদ্ধ পানির উৎস উপজেলা চত্বরে নলকুপটি পনের দিন ধরে অকেজো মেরামতের কোন উদ্যোগ নেই।

জানাগেছে, সোনারগাঁ উপজেলা পরিষদ পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত কিন্তু এলাকায় জনসাধারণের জন্য কোন বিশুদ্ধ পানির নলকুপ বা ভাল খাবার পানির উৎস নেই। তাই আশ পাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ বড় স্বাস্থ্য ঝুকির মধ্যে আছে। আশপাশের গ্রাম সাহাপুর, সাতভাইপাড়া, জিয়ানগর, রগুভাংগা, জয়রামপুর, ভট্টপুর, বৈদ্যেরবাজার চান্দেরর্কীতি, কৃষ্ণপুড়া, এলাকায় কোন বিশুদ্ধ পানির উৎস গভীর নলকুপ না থাকায় উপজেলা চত্বরের এক মাত্র নলকুপটি থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করে। কিন্তু ১৫দিন ধরে সে একমাত্র পানির উৎস নলকুপটি অকেজো হয়ে পরে আছে। যার কারণে কয়েক হাজার পরিবার বিশুদ্ধ পানি বঞ্চিত হয়ে আছে।

গোসল রান্না বান্নাসহ নিত্য দিনের প্রয়োজনীয় কাজের জন্য একমাত্র ভরসা ছিল মেনিখালি নদী সে নদীতে ২মাস ধরে সেতুর কাজ করবে বলে নদীতে বাধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। যার কারনে কয়েক হাজার লোক পঁচা ও নোংড়া পানিতে গোসল করে এবং ঐ পানি ব্যবহার করে নানা প্রকার শারীরিক সমস্যায় ভুগছে। গত একমাস ধরে বৃষ্টিতে জমে থাকা পানিতে গোসল করছে জয়রামপুরের শীতল রানী। তিনি জানান আমাদের বাড়িতে নলকুপ নেই। প্রতিদিন মেনিখালি নদীতে স্নান করতাম এখন সে পানিতে পোকা হয়ে গেছে পানি চলাচল বন্ধ থাকার। তাই এ বৃষ্টির জলেই স্নান করছি।

সাহাপুর গ্রামের আলমগীর জানায় বাড়ির নলকুপের পানি আয়রণ থাকায় মেনিখালি নদীতে গোসল করতাম সে পানিও নষ্ট হয়ে গেছে পানিতে গোসল করতে গেলে চুলকানি হয়। তাই বৃষ্টিতে জমে থাকা ডোবায় পানিতে গোসল সারছি।

ঘোষপাড়ার মধু ঘোষের স্ত্রী বলেন, আমাদের গ্রামে কোন বিশুদ্ধ পানির নলকুপ না থাকায় আমরা প্রতিদিন সকাল সন্ধায় উপজেলা চত্বর থেকে পানি সংগ্রহ করতাম। কিন্তু ১৫দিন ধরে পানির কলটি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে পানি সংকটে ভোগছি।

সোনারগাঁ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমূল হাসান জানান, আসলেই পৌর সভায় বিশুদ্ধ পানির সংকট তবে, চলতি অর্থ বছরে পৌরবাসীর বিশুদ্ধ পানির জন্য ৩৫কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শীঘ্রই এমপি মহোদয় প্রকল্পটি উদ্বোধন করবেন। চলতি অর্থ বছরে আমরা সারা সোনারগাঁয়ে ৩৫টি গভীর নলকুল স্থাপন করেছি। কিন্তু পৌরসভার জন্য আমাদের কাছে বরাদ্ধ নেই।

সোনারগাঁয়ে বিশুদ্ধ পানির সংকট ও নলকুপটি নষ্ট হওয়ার কথা জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর ইসলাম বলেন, আমি নলকুপটি সারানোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। বিশুদ্ধ পানির সংকট এ ব্যাপাকে জানতে চাইলে তিনি কিছুই বলেন নি।


Logo