নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পূর্বশত্রুতার জের ধরে সোনারগাঁ উপজেলার পৌর এলাকার দরপত গ্রামে আব্দুল আলী(৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আলীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলায় আহত আব্দুল আলী জানান, পূর্বশত্রæতার জের ধরে একই গ্রামের শফিউদ্দিন তার দুই ছেলে রাসেল ও রাজন দীর্ঘদিন যাবত নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। কিছুদিন আগে তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানও জোর পূর্বক বন্ধ করে দেয় তারা।
এছাড়া জোর পূর্বক জমি দখল করার চেষ্টাও করছে এ চক্রটি। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় শফিউদ্দিন এর নেতৃত্বে তার দুই ছেলে রাসেল ও রাজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা এলাপাথারি ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। হামলার ঘটনা শুনে আশ পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।