নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক সেবীদের বিরুদ্ধে। এ ঘটনায় আওলাদ হোসেন নামের এক ব্যক্তি বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আওলাদ হোসেন জানান, উপজেলার বৈদ্যেরবাজার হামছাদি গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে মুকবুল হোসেন শনিবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কিনতে মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার পথে মোতালিব, হাবিব, হান্নান ও সাকিব পৌরসভার নোয়াইল কালিবাড়ি এলাকায় মুকবুলের পথ রোধ করে তার কাছ থেকে মাদক সেবন করবে বলে ৫ শত টাকা চায়। এসময় মুকবুর মাদকসেবীদের টাকা দিতে অস্বীকার করলে মাদক সেবীদের সাথে তার তর্কবির্তক হয়। এর এক পর্যায়ে মাদক সেবীরা মুকবুলকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবী দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।