নিখোঁজ ছাত্রীর মা কুলসুম আক্তার জানান. গত বুধবার (৮ই আগষ্ট) সকালে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি। এ বিষয়ে এলাকায় খোঁজাখোজিঁ করে সুমাইয়া সাদিক সায়মার সন্ধান পাচ্ছি না। সুমাইয়া সাদিক সায়মা আড়াইহাজার উপজেলা বিষনন্দী গ্রামের হাফেজ আবুল বাসারের মেয়ে। হাফেজ আবুল বাসার উপজেলা বাংলাবাজার নিলকান্দা জামে মসজিদের ইমাম ও খতিব।
সোনারগাঁ থানার ভারপাপ্ত ( ওসি) র্মোশেদ আলম জানান, মাদরাসার ছাত্রী নিখোঁজের ঘটনায় এখোনো কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।