নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁও পৌরসভার দৈলের বাগ গ্রামের শাহজাদার মিয়ার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ শুক্রবার ভোর (১২ অক্টোবর) সকালে উদ্ধবগঞ্জ হাসপাতালের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
সোনারগাঁ থানার এসআই রাজু মন্ডল জানান, উপজেলার উদ্ধবগঞ্জ হাসপাতালে সামনে রাস্তার উপর একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে জানতে পারে লাশটি দৈলেরবাগ গ্রামের শাহজাদার। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, লাশটি দেখে বুঝা যাচ্ছে না এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু। লাশটির গায়ের কোথাও কোন আঘাতের চিহৃ নেই। তবে, ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
নিহত শাহাজাদা সোনারগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে একবার ইউপি সদস্য ও কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।