নিউজ সোনারগাঁ২৪ডটকম: সোনারগাঁ উপজেলায় পৌরসভা এলাকায় সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক স্ত্রী। এ ঘটনায় ওই স্ত্রী বাদি হয়ে শনিবার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ স্ত্রী উল্লেখ করেন, উপজেলার দাউদেরগাঁও গ্রামের রহমত উল্লাহর ছেলে শাহালম (৩০) এর সাথে ২০১৬ সালে শরিয়ত মোতাবেক বিয়ে হয় তার। বিয়ের দু’বছর পর ২০১৮ সালের ২২শে জুলাই তারিখে তাদের দু’জনের বিয়ের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের বছর খানের পর আবার দুজনের মধ্যে সর্ম্পক গড়ে উঠে। সর্ম্পকের এক পর্যায়ে একে অপরকে পুরনায় বিয়ে করবে বলে পৌরসভা জয়রামপুর ভুট্রোর বাড়িতে তাকে সাবেক স্বামী শাহালম একটি বাসা ভাড়া করে দেয় তাকে। সেখানে শাহালম সপ্তাহে ৩/৪ বার এসে তার সাথে দৈনিক মিলন করত।। মিলনের এক পর্যায়ে সে অন্তঃসত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য শাহালমকে বিয়ের চাপ দিলে তালবাহানা শুরু করে। এ ঘটনায় স্ত্রী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা করা হবে।