নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলার মধ্যে দিয়ে সোনারগাঁও স্টেডিয়ামটি অনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকাল ৪টায় এ স্টেডিয়ামটির উদ্ধোধন করেন সোনারগাঁয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেন।
ফাইনাল খেলায় বালিকাদের মধ্যে অংশ নেন, চরগোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়। বালিকাদের মধ্যে অংশ নেয় মোগরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হওয়ায় দুই দলকে ট্রাইবেকার দেওয়া হয় পরে ট্রাইবেকারেও ড্র হয়। পরে টস দেওয়ার সিদ্ধান্ত হয়। টসে মহজমপুর স্কুল বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন লিয়াকত হোসেন খোকা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.শাহীনুর ইসলাম, সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিজয়ী দুটি দলটি জেলায় অংশ গ্রহন করবে।