নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল ট্যাকনোলজিষ্ট (ই.পি.আই) আব্দুল মতিনের মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার দুপুরে হাসপাতালের সভাকক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী সেলিম প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ ওবায়দুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ মহিউদ্দিন আহম্মেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাঈদ আল মামুন, সাংবাদিক আসাদুজ্জামান নুর, জেলা ই.পি.আই সুপারেনটেন্ট লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আঃ মতিন, মরহুম আঃ মতিনের মামা নুরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আমির হোসেন রানা, সি.এম.সি.পি সাইফুল ইসলাম প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী জসিম মিয়া।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার পরিবারের শান্তি কামনা করে স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজাহান মিয়া দোয়া পরিচালনা করেন।