নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (সোনারগাঁও জাদুঘর) মাস ব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হবে আগামী ১৫ জানুয়ারী। মাস ব্যাপী মেলা চলবে আগামী ১৩ ফেব্রয়ারী পর্যন্ত। গত ১লা ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাসব্যাপী লোকজ মেলা উপলক্ষে দোকান বরাদ্ধ দিচ্ছেন মেলা কর্তৃপক্ষ। সেজন্য তারা কারুশিল্পীদের দোকান বরাদ্ধের জন্য একটি ওয়েবসাইডের ঠিকানা দিয়েছেন। তবে যারা ওয়েবসাইডে গিয়ে দোকান বরাদ্ধের ফরম সংগ্রহ করতে না পারেন তারা সরাসরি অফিস চলাকালীন সময়ে জাদুঘরের প্রশাসনিক ভবন থেকেও ফরম সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞতি মোতাবেক নিম্নোক্ত ক্যাটাগরিতে স্টল বরাদ্দের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে। যেসব দোকানদার ফরম সংগ্রহ করবেন জামদানি দোকানদার বেনারসি/সিল্ক , দেশীয় পোশাক, খাদি, লুঙ্গি – গামছা, টাঙ্গাইল শাড়ি, ব্লক ও বাটিকেন্দ্র পন্য, নকশি কাঁথা, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর পন্য, পাটজাত কারুপণ্য, কাঠখোদাই কারুপণ্য, মৃৎশিল্পের কারুপণ্য, বাঁশ-বেতশিল্প, ধাতব শিল্প (তামা-কাঁসা-পিতল-লোহা), নকশি হাতপাখা, শতরঞ্জি, পাটিশিল্প, দেশীয় অলংকার, চারু ও কারুশিল্প, দেশীয় বাদ্যযন্ত্র, শাখা – ঝিনুক ও মুক্তা শিল্প, ঐতিহ্যবাহী দেশীয় লেনা। এছাড়া মিষ্টি ও খাবার স্টলের (পিঠা/মুড়ি/আচার/ প্যাকেটজাত দেশীয় খাবার জন্যেও আবেদন করতে পারবেন। তবে প্লাস্টিক জাতীয় পণ্য ও প্রসাধনী সামগ্রীর কোন স্টল মেলায় বরাদ্দ প্রদান করা হবে ন।
আগ্রহী স্টল গ্রহীতাগণকে http://folkfair.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার অনুরোধ করা হলো । বিস্তারিত তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট www.sonargaonmuseum.gov.bd এ পাওয়া যাবে