নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে ঔষধে এমআরপি বাস্তবায়ন করা হবে। সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করার পাশাপাশি ভেজাল ও নিম্নমানের ঔষধ বিক্রি করা বন্ধ করতে হবে।
আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি ও সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, সমীর কান্তি সিকদার, পরিচালক মোহাম্মদ রফিকুল আলম টুকুু, আতাউর রহমান, শাহজাহান খান, নাসির উদ্দীন আহমেদ, এসএম কবির উদ্দীন বাবলু, ইকবাল লস্কর, সৈয়দ হাসান নূর ইসলাম, মোঃ আলী,জসিম উদ্দিন, আনোয়ার হোসেন মৃৃধা, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সোনারগাঁ পৌরসভার যুবসংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপন প্রমূখ।
সভায় দেশের ৬৪টি জেলার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভেজাল ঔষধ রোধ করতে অতি বেশী কমিশনে দেওয়া ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও উপজেলায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কার্যালয় নির্মান করতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধ করতে হবে। প্রয়োজনে সমিতির পক্ষ থেকে সারাদেশ মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।