নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম: অবশেষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মুল ফটকের সামনে সড়ক দখল করে দেয়া প্রভাবশালী নেতার দেয়াল উচ্ছেদ করেছে সোনারগাঁও পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌর কর্তৃপক্ষ এ উচ্ছেদ চালাল।
জানাগেছে, সোনারগাঁ জাদুঘরের সামনে রাস্তা ঘেষে বাহাউদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তি একটি মার্কেট নির্মান করেন। মার্কেট নির্মানের সময় তিনি একটি দেয়াল সোজা করে রাস্তা দখল করে নির্মান ও দেয়ালের সাথে আরো কয়েকটি অবৈধ স্থপনা নির্মান করা হয়। এতে রাস্তাটিতে গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য গত কয়েকদিন আগে কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা বড় করা হয়। কিন্তু বাহাউদ্দিনের মার্কেটে করা দেয়ালটি কারনে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হত। এ নিয়ে নিউজ সোনারগাঁ২৪ডটকমে একটি সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁও পৌরসভা দেয়ালটি ভেঙ্গে দেয়।