নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ করোনা পরিস্থিতিতে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার ঘরবন্দি অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনের ব্যাক্তিগত তহবিল থেকে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন।খাদ্যসমাগ্রী তারা নিজে বহন করে নিয়ে শতাধিক পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।