নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভায় এলাকায় বিদ্যুৎপৃষ্টে মোঃ সরোয়ার রহমান শুভ নামের যুবকের মৃত্যু হয়েছে এ সময় ওই যুবকের পিতা সাদেকুর রহমান মারাত্মক আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একদিকে বিদ্যুৎপৃষ্টে নিহত ব্যক্তিকে আজ বাদ আযহর জানাযা শেষে দাফন করা হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে ছেলের মৃত্যু ও পিতার আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাদেকুর রহমান ও তার ছেলে পানাম গাবতলী গ্রামে তাদের লিচু বাগানে লিচু পারতে উঠেন। এসময় কোটা দিয়ে লিচু পারার সময় লিচু গাছের উপর দিয়ে যাওয়া ১১হাজার বোল্টেজের বিদ্যুতের তারের সাথে তার লিচুর পারার কোটা আটকে গিয়ে বিদ্যুতিক তার শরীরের উপর পড়লে তার দেহের অধিকাংশ অংশ পুড়ে গিয়ে গাছ থেকে সে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হয়। আহত পিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাদেকুর রহমান জানান, বিদ্যুৎতের মেইল লাইন যখন স্থাপন করা হয় তখন আমি তাদের অনুরোধ করেছিলাম বিদ্যুতের খুটি বাগানের ভেতর দিয়ে না নিয়ে বাগানের পাশ দিয়ে নিয়ে যেতে তারা আমার কথা শুনেনি। লাইন স্থাপন করার পর ধীরে ধীরে বিদ্যুতের তার লুচ হতে হতে আমার বাগানের উপর পড়ে গাছের সাথে ঝুড়ে ছিলো। আমি পল্লী বিদ্যুৎকে বলেছিলাম তারটাকে উচু করে দিতে তারা আমার অনুরোধ শুনেনি যার কারণে আজ আমার ছেলেকে হারাতে হলো আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লিচু পারার সময় লিচু পারার কোটা দিয়ে তারে টান দেয়ার কারণে তার মত্যু হয়েছে আর যে তারে জড়িয়ে সে মারা গেছে সেটা আমাদের অধিনে নয় বারদী জোনাল অফিসের অধিনে।