• রাত ৯:১৪ মিনিট শনিবার
  • ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার গণসংযোগ সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে মসজিদের জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন সোনারগাঁয়ে সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের কড়া হুসেয়ারী অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াগাঁও ইউপি কার্যালয়ে তালা সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে কলেজে ফেরালেন শিক্ষার্থীরা সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ২৭ মামলার শিকার বিএনপি নেতাকে পিটিয়ে আহত করলো আওয়ামীলীগ নেতারা সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ফের প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও লুটপাট শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
ইন্টারনেট-অ্যাপসের প্রভাব ‘বিশেষ’ বইয়ের বাজারে

ইন্টারনেট-অ্যাপসের প্রভাব ‘বিশেষ’ বইয়ের বাজারে

Logo


রাজধানীর ফার্মগেটের ব্যস্ত রাস্তা। সাঁ-সাঁ করে ছুটে চলেছে গাড়ি। পাশের ফুটপাত ধরে ব্যস্ত নগরবাসীর হেঁটে চলা। আর সেই ফুটপাতের পাশেই একটি অস্থায়ী বইয়ের দোকান, যেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের বই। আছেন বিক্রেতাও, কিন্তু সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও তেমন একটা ক্রেতার উপস্থিতি চোখে পড়ল না।

বইয়ের দোকানটির দিকে আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়ল অন্য স্বাভাবিক বইয়ের দোকানের চেয়ে কিছুটা আলাদা ধরনের এই দোকান। বিশেষ ধরনের বইগুলো পাওয়া যায় এই দোকানে। দোকানটিতে থরে থরে সাজানো বইয়ের মধ্যে রয়েছে ‘কথায় কথায় ইংরেজি শিখুন, ভালো ছাত্র হওয়ার সহজ উপায়, ডায়াবেটিস রোগীরা কী খাবেন, গণিতের সূত্রাবলি, ধাঁধাঁর আসর, ওজন কমানোর জন্য আপনাকে যা করতে হবে, ৩০ দিনে সিঙ্গাপুরের ভাষা শিখুন, মোটর ড্রাইভিং লাইসেন্স এবং প্রাপ্তি, ৩০ দিনে ফ্রান্স, সৌদি আরব, কুয়েত, ওমানের ভাষা শিখুন, বক্তৃতা ও বিতর্ক শিখবেন কিভাবে, এমন নানা বই সাজানো আছে ফুটপাতের এই অস্থায়ী দোকানটিতে।

ব্যবসায় মন্দাভাবের কারণ সম্পর্কে মোবারক মিয়া বলেন, এসব বিশেষ ধরনের বইয়ের সব কিছু এখন ইন্টারনেট বা অ্যাপসের মাধ্যমেই পাওয়া যায়। বর্তমানে সবার কাছে স্মার্ট ফোন আছে, তারা সবাই ইন্টারনেট-অ্যাপস ব্যবহার করে। যে কারণে বাজার থেকে টাকা খরচ করে মানুষ আর বিশেষ ধরনের এসব বই কিনে না। তারা ইন্টারনেটে অথবা অ্যাপসেই এসব পেয়ে যায়।

রাজধানীর নীলক্ষেত, পল্টন, মিরপুর ১০ নম্বরে অবস্থিত এসব বিশেষ ধরনের বই বিক্রেতাদের সঙ্গে কথা বলেও মোবারক মিয়ার কথার মিল পাওয়া গেল। তারাও বলছেন, ইন্টারনেটে অথবা অ্যাপসেই এসব বই বর্তমানে পর্যাপ্ত পাওয়া যায়। এ কারণে তাদের ব্যবসা আর আগের মতো নেই। অনেকেই ব্যবসা ছেড়েছেন নতুবা দীর্ঘদিনের ব্যবসা একেবারে ছেড়ে না দিয়ে পাশাপাশি অন্য কিছু করছেন। তারা বলেন, বর্তমানে যে অবস্থা তাতে ব্যবসা ছেড়ে দেয়া ছাড়া উপায় নেই।

মোবারক মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে বইগুলো দেখছিলেন পথচারী তোফাজ্জল হোসেন। তিনি রংপুরের একটি কলেজ থেকে পড়ালেখা শেষ করে ঢাকায় এসেছেন চাকরির আশায়, থাকছেন মেসে। ফুটপাত দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে বইগুলো দেখছেন। আলাপ হয় তার সঙ্গে। তিনিও বললেন একই কথা। তিনি জানান, আমরা আগে এ ধরনের বই কিনে পড়তাম। ৩০ দিনেই ইংরেজি শিখুন, একাই শিখুন কম্পিউটার, ওজন কমাবেন যেভাবে এই ধরনের অনেক বই আগে কিনেছি। কিন্তু বর্তমানে বেশির ভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে। যে কারণে এই ধরনের বিশেষ বই বিক্রি আগের চেয়ে কমে যাবে এটাই স্বাভাবিক। আমিই যেমন আগে এসব বই কিনতাম কিন্তু বর্তমান সময়ে এসে তো আর কিনব না। কারণ ইন্টারনেটেই পেয়ে যাব এসব।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত গত নভেম্বরের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। মোবাইল ফোনের সক্রিয় সংযোগ বা সিমের সংখ্যা ১৪ কোটি সাত লাখ। এ সময়ে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৯২ লাখ। সচেতনরা বলছেন, প্রযুক্তির ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রযুক্তিকে মানুষ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। প্রযুক্তির কারণে পুরাতন অনেক কিছু হারিয়ে যাবে আবার নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে এটাই নিয়ম।


Logo